Monday, March 16, 2015

কবি অশোক দেব আর আজকের ফরিয়াদ-এর কর্ণধার শানিত দেবরায়-এর অনুরোধে, ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস লিখেছিলাম আজকের ফরিয়াদ-এর রবিবারের পাতায়, সেই তাদের কাগজের শুরুর দিকে !
প্রচুর ফোন পেতাম পাঠকের, অনুপ্রাণিত করতেন তারা !
আমার যাযাবর জীবনযাপনের ফলে, সেই উপন্যাসটির পাণ্ডুলিপি বা প্রকাশিত সংখ্যাগুলির কিছুই নেই আমার কাছে !
এমন কি লেখাটার নামও মনে নেই আর !
একইভাবে, স্যন্দন শারদীয় সংখ্যায়, লিখেছিলাম একটি উপন্যাস, ঐ সংখ্যাটির দায়িত্বে ছিলো গল্পকার দেবব্রত দেব !
সেটিও আমার কাছে নেই !
আমার লেখার প্রতি কোনো প্রকাশকের আগ্রহ নেই বলে সেগুলি বই হয়নি কখনও !
হলে হয়তো কপি থেকে যেতো কারও না কারও কাছে !
যদি ত্রিপুরার কারও কাছে সংরক্ষিত থেকে থাকে, দয়া করে, আমাকে জেরক্স কপি দিলেও বাধিত হবো আমি !

No comments:

Post a Comment