Monday, March 16, 2015

আমার নিজস্ব একটি নদী আছে, একান্ত গোপন সেই নদী ! মন খারাপ হলেই সেই নদীতে ডুব দিই, সাঁতার কাটি !
আমার নিজস্ব দুটি পাহাড়ও আছে ! ভীড় ভালো লাগে না আমার, ফলে, মাঝে মাঝে ঐ দুই পাহাড়ের আশ্রয় নিই !
আমার তো তেমন বন্ধু নেই, যে আমার জন্য ঝড়জলের রাতেও এসে আমার খোঁজ নেবে, বলবে, চলো, বমডিলা যাই !
আমার আছে নদী ও পাহাড়, আছে বলেই, এই অচেতন সময়েও শ্বাস নিতে পারছি আমার মত করে !

No comments:

Post a Comment