Monday, March 16, 2015

নিজেকে করেছি তছনছ,
শান্তি নেই তাতে ?
বাজি যা ধরেছি, লস, লস,
দিন যায়, একা, পান্তাভাতে !
লোকে ভাবে, লোকটা লম্পট !
হয় তো বা কিছুটা মাতাল !
স্বভাবে সে খুব ছটফট !
বন্য ও দাঁতাল !
প্রকৃত কি আমি বুঝি তা-ই ?
নিজেকেই ভাঙি আর গড়ি,
নিজের আগুনে পুড়ে হয়ে ওঠি ছাই,
নিজের গলায় দিই দড়ি !
জানি সবই শূন্যের খেলা,
পাপ ও পূণ্যকে রাখি বাজি,
সকলের এই অবহেলা
নিমেষে উড়িয়ে দিয়ে করি রকবাজি !
এটুকুই দোষ,
এটুকুই চাহিদা আমার,
সকল আক্রোশ
মেটাই শরীরে, আর করি ছারখার !

No comments:

Post a Comment