Monday, March 16, 2015

চোখের নিচে কালি,
ভাবছো নাকি খালি ?
এই ছেলেটা, শোনো,
কাজ ছিলো না কোনো
পদ্য লেখা ছাড়া ?
আয়, এখানে, দাঁড়া,
শস্তা নাকি শব্দ ?
মানে জানো অব্দ ?
অথবা ঐ অজ ?
বর্ণমালায় মজো,
রঙের বর্ণ কত
সহস্রদল ব্রত
জানো কিছু নাকি ?
আর রইলো বাকি
জিরো মানে শূন্য
তার ভেতরে শূন্য
তার ভেতরে শাদা
পূণ্য আছে আধা !
এসব বুঝি ভাবো ?
এই ছেলেটা, ভাবো !
চোখের নিচে আঁধার,
পদ্য লেখো, ব্রাদার ?

No comments:

Post a Comment