Monday, February 9, 2015

রাতের সাধনা শেষে, বলি, হে নির্জন, 
হে নিঃসঙ্গ শুয়োপোকা, একবার, জাগো,
ক্রমশ উপরে বেয়ে ওঠো,
ঐ যে, দূরে, জলবাতিঘর, রাঙা ও নরম, যাও
জলের উচ্ছ্বাসে ডুব দাও...
পূণ্য অর্জনের সুখ হাতছাড়া করো না এখন

No comments:

Post a Comment