Monday, February 9, 2015

রাত আর দিন, দুইই সমান বলে
আমি প্রেফার করেছি রাত,
রাত মানে নিশি, তার ডাক 
উপেক্ষা করার নয়, জেনে, তার প্রতি 
টান বড় বেশি, বসে থাকি,
কখন সে ডাকবে আমাকে,
অন্ধকারে তার রূপ খোঁপাটির মত
খোলে, জানু খুলে সে আমাকে ডাকে,
আমি দেখি, ঊরুসন্ধি জুড়ে 
তারাদের মেলা, 
রাঙা হয়ে ফুটে আছে তার যোনিপদ্ম,
উত্তরের হাওয়া নয়, ঐ পদ্মের পাপড়ি কাঁপছে
প্রচণ্ড আবেগে,
আরতির পর রাত্রি মেলে ধরে তার
শরীর, সে সময়, নিজেকে
ধরে রাখা অসম্ভব, নিশিডাক ফিরিয়ে দেবার
মত সামর্থ আমার নেই...
আমার কি দোষ ?
সামান্য পুরুষ, মজে থাকি তার নিশিরূপে...

No comments:

Post a Comment