Monday, February 9, 2015

স্তব্ধতার পরপারে নামহীন একটি নক্ষত্র
তুমি কি দেখেছো ?
গৌতম বুদ্ধের মতো বসে আছে একা,
তার দুই চোখে লেগে রয়েছে বিষাদ
প্রশান্তির পরিবর্তে এক অস্থিরতা
চুল থেকে নখ, হ্যাঁ, সর্বত্র !
ঘুম নেই কতদিন তার
সে দেখছে, যা হবার নয়, তাই হচ্ছে,
লোকালয় জুড়ে ছত্রাকের মত এক ত্রাস 
দূর থেকে দেখে যাচ্ছে যেন
সে অবজার্ভার, নোট দেবে একদিন
যেখানে দেবার
লক্ষ্য করেছো কি, নক্ষত্রের 
দুই চোখে বয়ে যাচ্ছে নীল আদিগঙ্গা...

No comments:

Post a Comment