Monday, February 9, 2015

অনেক প্রশ্ন যার কোনো উত্তর নেই, পার্টি কংগ্রেস হয়েছে বারবার, সম্মেলন হয়েছে, মিছিলমিটিং হয়েছে, হরতাল, ধর্মঘট থেকে বাদ নেই কিছু, লাভ হয়নি !
কোনদিকে যাবে লোক ? কোনদিকে ? একবার শত্রু ভাবা হয় বুর্জোয়া শাসকদের, একবার সাম্প্রদায়িক শক্তিকে ! একনায়কত্ব তো দলের নামে চলছে আজ প্রায় চারদশক ! দুর্নীতি এখন গা সওয়া ! রাজনীতির লোক মানেই দুর্নীতিবাজ, বরং এটাই ট্রেডমার্ক ! তাহলে ?
বিপদ ঘনিয়ে আসছে দ্রুত ! সারদা, কয়লা কেলেংকারি বিপদ নয়, সেগুলি দুর্নীতির সাক্ষী, বা নজীর, একেবারেই সমর্থনযোগ্য নয়, দুর্নীতিবাজদের শাস্তি জরুরিও !
কিন্তু যে বিপদ ঘাড়ে এসে চেপে বসেছে, তার মোকাবিলা কি করে হবে ?
সংবিধান থেকে উঠতে বসেছে ধর্মনিরপেক্ষ শব্দটি, তার নমুনা দেখলাম পশ্চিমবঙ্গে, জোর করে ধর্মান্তরিত করা হলো গ্রামের লোকজনদের, অযোধ্যায় আবার উসকে দেওয়া হলো আগুন, কি করে ঠেকাবেন আপনি ? কি করে ?
শ্রেণীসংগ্রামের ভূত এখন জাতিসংগ্রামের চেহারা ধরে মত্ত হয়েছে এই দেশকে একজাতি এক ধর্ম করে তুলতে, আর আমরা হাততালি দিচ্ছি, ভালো দিন আসছে বলে !
অথবা ঢেঁকুর তুলছি সিবিআই নিয়ে...
জানি না, শেষের সেদিন আর কতদূর ?

No comments:

Post a Comment