Monday, February 9, 2015

ধূসরের কাছে হাত পেতে
বলেছি, ফিরিয়ে দাও ভাঙা পেনসিল,
ছেঁড়া বর্ণপরিচয় সহ
টিলার উপরে থাকা বেতছড়া স্কুল !
প্রার্থনার ভাষা পড়ে থাকে 
বাতিল খাতার মত মনু রোড জুড়ে,
সমস্ত দুপুর, একা, ধর্ণা দেয় শৈশবের মাঠে,
ঈশ্বরের সাথে খেলে সেখানে ধূসর !
মাঠের সীমানা ঘেঁষে, একা, বসে থাকি,
খেলা দেখি, হাততালি দিই,
ধূসর দেখে না এইসব, আমি তবু
প্রার্থনা করেছি, দাও সেই ভাঙা শ্লেট !
যেখানে লিখেছি তাকে আমার প্রণয়,
এঁকেছি হলুদ এক মহাফেজখানা,
মুছেছি নিজের মুখ কাটা দুই হাতে,
ভেঙে যায় শাদা খড়ি ভেঙে ভেঙে যায়...

No comments:

Post a Comment