Monday, February 9, 2015

ছায়া ক্রমদীর্ঘায়মান, ইহার পর নামিয়া আসিবে অন্ধকার, এই সান্ধ্যমুহূর্তের রূপ সত্যের ন্যায়, সত্য কে, প্রশ্ন উঠিতেই পারে, দূরে আলো ঝলমল কীর্তন-আসর, আসরের রূপ মুখোশরচিত, গান আসিতেছে ভাসিয়া, উচ্ছ্বাস সহ, যৌন আবেদন সহ, সত্য সেইখানে থাকে নাই, লোক্যাল ট্রেনের কামরা হইতে, ঐ যে, ঐ, নামিয়া আসিতেছে পদচিহ্নহীন ভিক্ষুক, তাহার পশ্চাতে, ঐ, ষোড়শ বর্ষীয়া বালিকাটি, ভিক্ষুকসঙ্গিনী, শাঁখাসিঁদুরের ঘোরে যাহার দুইটি চক্ষু টলটল করিতেছে, ঐ আশ্চর্য জলে ঈশ্বরের ছায়া, সত্য সেই ছায়ার ভেতরে থাকে ?
তুমি জানো ? বলো ?

No comments:

Post a Comment