Monday, February 9, 2015

কি যেন লিখবো, ভেবে, আজ, সারাদিন,
বসেছিলাম, টেবিলে কনুই রেখে, সুকান্ত কায়দায়, ভাবছিলামও !
কি লিখতে চেয়েছিলাম আসলে ?
যারা ভুলে গেছে, তাদের কথা ? ব্যবহৃত হতে হতে হতে শুয়োরের মাংস হয়ে ওঠার কথা ?
না কি সেই সব দীর্ঘশ্বাস যা ভারি হয়ে বুকে চেপে বসে আছে ?
না কি সেই পিতার কথা যে সন্তান বিক্রি করে সংসার চালায় ? 
কি লিখবো আসলে ? দুর্নীতি ধরা পড়লে, যে সকল আদর্শবান নেতামন্ত্রীরা অফিসারকে বলির পাঁঠা বানায়, তাদের কথা ?
না কি সেই প্রেমের কথা, যা মূলত ব্যবসায়ে রূপান্তরিত, যা সিঁড়ি হিসেবে ব্যবহৃত ?
লিখবো ?
সারাদিন কেটে গেলো, লেখা আর এল না আমার কাছে !

No comments:

Post a Comment