Monday, February 9, 2015

বেহিসেবী বলে, সঞ্চয় নেই কিছু,
প্রেম ছাড়া, প্রেমেও তো ফাঁকি রয়ে গেলো,
জীবনের মত, 
সেলুকাস, যুদ্ধের মত আনন্দ 
কোথাও পেয়েছো তুমি ? শয্যাও, জানো,
এক রণভূমি, ঢাল আর বল্লম
দুটিই অস্ত্র, একে অপরকে হেনে,
ডুবে গিয়ে পায় আনন্দ !
সেখানেও থাকে ছলনার হাতছানি...
কি বলবে একে ?
আমার হিসেব নেই, আছে লুব্ধক,
ছায়াপথ, গ্রহশাসিতের 
মত এক অধুরা জীবন, শূন্যের
ওমে বেঁচে আছি, 
সেলুকাস, ফিরে যাবার আগে এটুকু
বলে গেলাম তোমাকে, লেখো, কোনোদিন...

No comments:

Post a Comment