Monday, February 9, 2015

গাড়ি কেনার শখ ছিলো যে দীর্ঘদিনের,
আই টেন, বা ঐ এশ কালারের হোণ্ডা একটা,
লং ড্রাইভে কি যেতে পারি, অনুমোদন 
না পেলে আজ ?শখ ছিলো গো অনেকদিনের
পাহাড় বেয়ে যাবার কালে তোমার টিলা
দেখবো ছুঁয়ে, নরম সরম তোমার টিলা,
উপত্যকার উষ্ণতা ছুঁই হাত বাড়িয়ে,
ঝলসে ওঠে তোমার হাতের রুদ্রনীলা
এই ছোঁয়াতে, না কি নিজেই উঠলে কেঁপে
স্পর্শসুখে, যেমন কাঁপে গাছের পাতা
একটু হাওয়ায়, লং ড্রাইভের এই আনন্দ আজ
নাও গো তুমি, বসো তুমি একটু চেপে !
গাড়ি কেনার এই আনন্দ পরজন্মের
তোমার সঙ্গে এই আনন্দ পরজন্মের
এই জীবন যে মিছি মিছি স্বপ্ন দেখার, 
এই জীবন যে কুড়িয়ে পাওয়া গতজন্মের...

No comments:

Post a Comment