Monday, February 9, 2015

2016
তোমার ঐ নগ্ন শরীরের 
সামনে দাঁড়িয়ে, ক্রমশ শীতল হতে থাকি...
শীতলতা বৈধতার আশ্চর্য সন্তান,
বলেছিলেন কাশ্মীরী ঐ ব্রাহ্মণ
তাহলে কি সকল বৈধতা বর্জনীয় ?
না কি অবৈতার পথে মানুষের মুক্তি ?
রাত ক্রমে নেমে পড়ে তোমার সঘন 
উপত্যকা হয়ে আমার কলাবাগানে

No comments:

Post a Comment