Monday, February 9, 2015

কলকাতা এক আজব নগর...এই কারণেই, কলকাতার প্রতি আমার টান সেই প্রথম যৌবন থেকে ! 
তখন এসেছিলাম বাড়ি পালিয়ে, রিক্ত যুবকের চোখে অপার বিস্ময় নিয়ে, স্বপ্নময় সেই দিনগুলির সঙ্গে এখনকার কোনো মিল নেই ! শুধু একটি দিকে আশ্চর্য মিল !
তখন ছিলো নকশালবাড়ির স্বপ্নভাঙনের দিন, টালমাটাল পশ্চিমবঙ্গ, স্বৈরতন্ত্র তার প্রবল থাবা মেলে ধরেছিলো !
এখন স্বৈরতন্ত্র তার রূপ পালটে হিন্দুতন্ত্রের দিকে এগুচ্ছে ! দুটি ক্ষেত্রেই অনুঘটকের ভূমিকায় মার্কসবাদ !
প্রথমবার, গ্রাম থেকে শহর ঘেরাও-এর থিওরি রূপায়িত হয় বিপরীতভাবে, শহরের মেধাবী তরুণরা গ্রাম দখলে ব্যস্ত হয়েছিলো !
দ্বিতীয়বার, সংসদীয় গণতন্ত্রকে ব্যবহার করতে গিয়ে সিপিআইএম নিজেই এক পাতি বুর্জোয়া দলে পরিণত হয়ে পড়ে ক্ষমতার মোহে !
তার পরিণাম সকলেই জানে ! মমতা তাদেরই অবদান, বলা ভালো, সৃষ্ট ! 
পশ্চিমবঙ্গকে দ্রুত গিলে খেতে আসছে হিন্দুতন্ত্র, মমতা হয়তো এই সর্বগ্রাসী রাক্ষসকে কিছুদিনের জন্য রুখতে পারবেন, তারপর ?
তারপর কি হবে ? 
সিপিআইএম বা কংগ্রেস মমতার পতন তরান্বিত করতে কোমর বেঁধেছে, তাদের স্ব স্ব স্বার্থে, মমতার ছায়াসঙ্গীদের অনেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের জন্য মমতাতরী ডুবতেই পারে !
তারপর ?
তারপর কি হবে ?

No comments:

Post a Comment