Monday, February 9, 2015

প্রতিটি রাত্রিকে মনে হয় সরাইখানার থেকে
উঠে আসা ভিনদেশী গান,
সুরের ঐ মাদকতা বুঁদ করে রাখে,
ভাষাটি অচেনা, রোজ রাতে অচেনার
দিকে ধাবিত হবার কথা ভাবি, পথে ও বিপথে
যেতে যেতে, ভোর আসে রাত্রির শিয়রে !
প্রতিটি সরাইখানা জমে ওঠে রাত্রি-প্রার্থনায়,
সরাইখানার দিকে ধাবমান মন
করুণতম সে প্রার্থনাসঙ্গীত শুনেছি কখনো,
যেন কোনো মরুহাহাকার 
ভেসে আসে ভোরের আজানে !

No comments:

Post a Comment