Monday, February 9, 2015

ধূসর সে, সবুজের ঘ্রাণ লেগে আছে
এখনো শরীরে, রুক্ষ তার বীজতলা 
ভরে ওঠে নিশি-হাহাকারে,
যেন সরোদ বাজছে অডিটোরিয়ামে,
মুগ্ধ শ্রোতাকুলহীন, না কি
মরুভূমি থেকে উঠে আসা দীর্ঘশ্বাস 
যাকে হাওয়া বলে ভ্রম হয়
মরুযাত্রীদের, সবুজ অনুপস্থিত এই পথে,
কেবল ঐ ঘ্রাণ, সারা রাত
তাড়িয়ে নিয়েছে শ্রাবণ বৃষ্টির মতো
সবুজ বাঁচায় তাকে, মেঘথেরাপির
দিনে, এটুকুই লিখি, তোমার উদ্দেশে !

No comments:

Post a Comment