Monday, February 9, 2015

তোমার চুলের চেয়ে তালিকাটি দীর্ঘ,
বিকেলের ছায়াটির মত
পড়ে আছে নিচে, চোখ বুলিয়ে নেবার
আগে দেখে নিও
বাদ গেল কি না ব্রা-র হুক,
লাল প্যান্টি, আইলেনারের মত কিছু,
বেড়াতে যাবার ক্ষণ এলে
তালিকা তৈরির কাজ প্রতিবার থাকে
আমার প্রস্তুতি আরেক রকম, জরুরী কণ্ডোম
ব্যাগে ভরে নিই, গোটা সাতেক বোতল
ভদকা ও জিন, সিগারেট
সব নিই সঙ্গে, ঘন অরণ্যের পথে
অবৈধ প্রেমের মত এসব জরুরি !
দুজনেই এসেছি পালিয়ে,
আমাদের দেখে হেসে ওঠে অলৌকিক এই
ফরেস্ট বাংলোর রাত, আর
ঐ ঘন জঙ্গল, বারান্দায় 
এসে দাঁড়িয়ে দেখছো আকাশ পেরিয়ে
আসা জ্যোত্স্নার হাসি...আমি
দেখছি, তোমার ঊরু বেয়ে ক্রমে নেমে
আসছে চৌষট্টিকলা, বেড়াতে এসেছো
তুমি তো যোগিনী নও, চলো,
শুরু করি পর্যটন উত্সব দুহাজার ষোলো !

No comments:

Post a Comment