Monday, February 9, 2015

হাঁস দুটি ভারি আকর্ষক,
দুলছিলো খুব,
মাথা নেড়ে নেড়ে, যেন তারা
চাইছিলো করতলস্পর্শ !
হাঁসের মালিক তাদের চাইতে বেশি
সুন্দর, বিদ্যুত্ খেলেছিলো
তার দুটি চোখে !
সাথে ছিলো একটি বালিকা...
মেলা চত্বরে, ভিড়ের মাঝখানে এসে
আবিষ্কার করি তাকে, না কি
হাঁসের মালিক ডেকেছিলো
একা আমাকে, মেলার ভিড়ে ?
বহুদূর থেকে এসেছিলো সেও,
আমিও গিয়েছি দূর থেকে !
মেলা দেখবার লোভ ছিলো বহুকাল,
দেখলাম তার দুটি হাঁস
পড়ন্ত দুপুর এসেছিলো
নেমে অস্তবেলার বড় কাছাকাছি,
চমকালো চোখ
মেঘহীন আকাশের বুকে !
না কি সব ভুল দেখা ? ভ্রম ?
তাহলে সে কেন মেনে নিলো করহীন
সিংহের কেশর ?
হাঁস দুটি উঠেছিলো নেচে সন্ধ্যেবেলা ?
মেলা ছিলো অতি জমকালো,
ঘুরে ঘুরে দেখছিলাম ঐ সব পণ্য,
মালিকেরা দ্রুত
ক্রেতার সমাজে মেতেছিলো খুব !
মেলা চলে গেছে কবে, দৃশ্য
আছে বেঁচে জীবনের দূর পরপারে 
যেভাবে মন্দির 
থাকে, একা, ভক্তপ্রাণে,অতীত পেরিয়ে !

No comments:

Post a Comment