Monday, February 9, 2015

ভ্রমণ মূলত এক পাঠ, শরীরের,
শুরু হতে পারে তপ্তনাভিকুণ্ড থেকে 
পাহাড়ের পথে,
যেন কোনো এভারেস্ট অভিযান, জিভ
ব্যস্ত হয়ে ওঠে, তৃষিত ভূখণ্ড থেকে
ডাক আসে, কানের লতিও
শোনে, উদগ্রীব ওষ্ঠ ও অধর, অন্তিম জিহ্বার
পথে লালা ঝরে,
শুরু হতে পারে, যদি চাও,
পাদদেশ থেকে তানপুরা পার হয়ে
নাভিদেশে, শামুকের মত
গন্তব্য সেখানে, রাত্রিযাপনের লজ
ক্রমে জেগে ওঠে দীর্ঘ মোহনার কাছে !
পর্যটনসূত্র মেনে জিহ্বামূলে
লজের দরজা খোলা একান্ত জরুরি !
বাকি কথা ভ্রমণ শেষের,
নদীর উপর নৌকো ভাসিয়ে হে স্রোত
জলপ্রপাতের গান ধরো !

No comments:

Post a Comment