Monday, February 9, 2015

উদয়পুর, না, রাজস্থান নয়, ত্রিপুরার উদয়পুর, আগে রাঙামাটি নামে পরিচিত ছিলো, যদিও রাজমালার রাঙামাটি আর একখানে, অন্তত আমার তাই ধারণা, লিকাদের রাজধানী ছিলো একদা, বোরোদের একটি শাখাপার্বত্য কাছাড় হয়ে, এই রাজ্যে বসবাস করতে শুরু করে দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে ! এবং তারা লিকাদের হারিয়ে দখল করে রাজত্ব ! মাণিক্য উপাধি ধারণ করে সেই সামন্তপ্রভুরা ! সে ইতিহাস রাজমালায় নেই, কেন না, রাজমালা মূলত মাণিক্য বংশের জয়গাথা !
তো, এই উদয়পুরে দীর্ঘদিন মাণিক্য রাজাদের রাজধানী ছিলো ! পরে, পুরানো আগরতলায় রাজধানী স্থানান্তরিত হয়, সেখান থেকে বর্তমান আগরতলায় !
আমার কোনো রাজধানী নেই, তবু আমাদের ত্রাণশিবির আগামীকাল স্থানান্তরিত হচ্ছে আগরতলায়, খোশবাগানে !
সেখানে খুশ্ থাকার সৌভাগ্য আছে কি না জানি না, যেটুকু জানি, কলকাতা আমাকে ডাকছে, আমার যৌবনের বারাণসী, মরণের তীর্থভূমি !

No comments:

Post a Comment