Monday, February 9, 2015

গ্রহণের আগে নিভে গিয়েছিলো আলো,
ছায়াহীন সেই অন্ধকারে
দুটি কবুতর ছটফট করে ওঠে
আমার দু হাতে, পালক ছাড়াতে গিয়ে,
তাদের ঐ ওম বুকে নিই,
যেন শ্বাস নিচ্ছি প্রাণ ভরে, ঘন হয়ে 
আসে বকুলতলার জল,
ঐ পুকুরে ডুব দিতে দিতে মনে পড়ে,
গ্রহণে জোয়ার আসে পুকুর ভাসিয়ে,
প্রণয়ের মত ভেসে যাই তলহীন
বাঁধহীন পুকুরের জলে...
গ্রহণের পরে তুমি লুকোলে ও মুখ
লজ্জা ও শরমে, দুটি কবুতর তখনও কাঁপছে
হাতের মুঠোয়, আর আমি
চৌষট্টি যোগিনী নয়, মুগ্ধ যোগিনীর
দিকে তাকিয়ে ভাবছি, গ্রহণবেলার ইতিহাস

No comments:

Post a Comment