Monday, February 9, 2015

তোমাকে রচনা করি, দেবী,ধরো এই
বাঁশিটিকে, রন্ধ্রে তার মুখ 
রাখো, ফুঁ দাও অথবা জিভ দিয়ে তাকে
স্পর্শ করো, বাঁশিটির প্রাণ
সঞ্চারিত হোক, সা রে গা মা পা ধা নি থেকে
আলাপে আলাপে তারপর
আমিই রচনা করি তোমার শরীর ভোর রাতে,
ও মুগ্ধ ভৈরবী, প্রাণ দিই
দুটি পাপড়িকে আঙুলে সরিয়ে, ওম্ তত্ স্বাহা
আসলে তা নয়, আমাকে রচনা
করো তুমি, তোমার হাতের স্পর্শে, জিভ দিয়ে
যেভাবে প্রতিমা গড়ে অন্ধ সেই শিল্পী...
তারপর প্রাণ প্রতিষ্ঠা করেছো তুমি...

No comments:

Post a Comment