Monday, February 9, 2015

জয়নগরের মোয়া বিখ্যাত, সে কথা এখানে বলার নয়, কেন না, মোয়ার লোভে নয়, রংমিস্ত্রী আশরাফ-এর পাল্লায় পড়ে, জয়নগরের আর এক প্রসিদ্ধ মেলায় গিয়েছিলাম আজ বিকেলে ! গঙ্গাসাগরের মেলা আর এই মেলা একই দিনে শুরু হয়, আর চলে পনেরো দিন !
বিষ্ণুপুরে কুলপী রোড ধরে এগিয়ে গেলেই এই মেলা ! মেলা মানে হরেকরকমবা, তবে আসবাবপত্রের এলাকাটি দেখার মত ! পুরানো দিনের জমিদার, কুলীন বাড়ির সব আসবাবপত্র সহ হাল আমলের ডিজাইনের সব !
দামেও শস্তা, যে বক্সখাট বারুইপুর ভারত ফার্নিচার থেকে কিনেছি, তা দশ-বারো হাজার টাকা কমেবিক্রি হচ্ছে !
মেলায় যাবার পথে, লক্ষ্য করলাম, রাস্তা হচ্ছে কংক্রিটের ! পুনের প্রায় রাস্তা কংক্রিটের, তবে তা শহরে, এখানে গ্রামেও এমন রাস্তা দেখে অবাক হয়েছি !
তবে সড়ক পরিবহন ব্যবস্থা এখানে অতি বাজে ! ত্রিপুরায়ও, এই কদিন আগে পর্যন্ত অটোঅলাদের দৌরাত্ম ছিল ! পাঁচ থেকে দশ-বারোজন যাত্রী অবলীলাক্রমে এক অটোতে চাপতে হতো ! উচ্চ আদালতের হস্তক্ষেপে এটা বন্ধ হয়েছে !
এদিকেও এই ব্যবস্থা চালু, অর্থাত্, যাত্রীপরিষেবা নয়, অটোঅলাদের পরিষেবাই সরকারের লক্ষ্য, যা মোটেই কাম্য নয় !
জয়নগরের মোয়ার মত মুড়িও বেশ ভালো, আশরাফের সৌজন্যে, সেই মুড়ি আর তেলেভাজা খেতে পারলাম আজ !

No comments:

Post a Comment