Monday, February 9, 2015

রাজনীতির এক বড় অধ্যায় কূটনীতি,
মিথ্যাকেও সত্য প্রমাণিত করার প্রয়াস এই কূটনীতির আওতাভুক্ত !
কবিতায় এসব দাওপ্যাচ নেই, যা আছে তার কারবার বোধ ও অনুভূতিনির্ভর !
সম্ভাবনা রাজনীতির শিল্প, কবিতার তা নয়,কবিতার প্রাণভোমরা কল্পনার ভেতরে থাকে, যে কল্পনার পা থাকে মাটির উপর !
আইন-এর সত্য প্রমাণরচিত, রাজনীতির সত্য ভোটশাসিত, অথচ কবিতার সত্য বোধজারিত ও অনুভূতিসম্ভব !
হয়তো, একারণেই, কবিতার ঠাঁই রাজনীতির মঞ্চে নেই, রাজনীতি বরং আশ্রয় পায় কবিতার ঘরে !

No comments:

Post a Comment