Monday, February 9, 2015

লেখার কথা ছিলো তোমার, লিখছি আমি...
হাজার দুয়ার খুলে রেখে সুদূরগামী
ট্রেণেই চেপে বসলে শেষে এই অবেলায় ?
না কি এটাই তোমার অপার লীলাখেলা ?
লীলার কথা উঠলো যখন বলেই ফেলি,
সুন্দরী সে, শ্যামবর্ণা, লাল রঙের একটা চেলি
তার কোমরে, দু দুটি বুক উদোম খোলা,
যেন দুটি কালো ভ্রমর আত্মভোলা
আমার আঙুল ঐ ভ্রমরের পিঠে রেখে
খেলছি লুডো, মই বেয়ে এই সাপকে দেখে
চমকে ওঠে ভেতরমহল, উচ্ছ্বাসে জল
বানের মত নেমে আসছে কী অনর্গল !
লিখছি বটে, কিন্তু তুমি গেলে কোথায় ?
ভেবেছিলাম রাখবো তোমায় হাতের মুঠায় !
এখন তুমি পাঠের আগে সুদূরগামী
ট্রেন ধরেছো ? লিখছি তবু একা আমি !

No comments:

Post a Comment