Monday, February 9, 2015

দাঁড়াও, একটু, হ্যাঁ, এই, এদিকে, মানে,
বাঁয়ে নয়, ডানে, না, না,ডানে কেন হবে ?
এদিকে তাকাও, এই যে, সূর্যাস্ত পার হয়ে, এই
নির্জনতর চরের দিকে একবার
তাকাও, তাকিয়ে দেখো, নদী
খুলে রেখেছে পোশাক, তার বুকে ডুব
দিয়েছে আহত চাঁদ, আহত কি, না কি,
ভ্রম ? এই অন্তরঙ্গ দৃশ্যে 
ঈশ্বরও হয়ে ওঠেন কামুক, ঈশ্বরের কথা
থাক, তাকাও, তাকিয়ে, অনুভব করো,
এই ডুব সাঁতারের জন্য 
আর একবার জন্ম নেবে কি না ! আজ
বলে রাখছি তোমাকে, আমি ঠিক জন্ম নেবো
তোমার গঙ্গায় ডুব দেবো !

No comments:

Post a Comment