Monday, February 9, 2015

গভীরে প্রবেশ করে দেখি, তার কোনো
পরিমাপ নেই, ক্ষুদ্রতম মনে হয় 
তখন নিজেকে, বড় অসহায় আর অর্থহীন,
গভীরতা কাকে বলে, সংজ্ঞা নিয়ে দ্বন্দ্ব
অহর্নিশ, ব্যাখ্যাতীত সে মুহূর্তগুলি !
প্রত্যেক গুহার মাপ আলাদা আলাদা,
প্রবেশপথের ঐ রোমাঞ্চ, ভীমবেটকার মত
অসাধারণ ও স্মরণীয়, 
চেরাপুঞ্জির ঐ ছোটো গুহাটির কথা
যেভাবে হয়েছে স্মরণীয়, অগভীর বলে নয়,
প্রবেশ করার পর তীব্র মাদকতা,
নিষিদ্ধ প্রেমের মত, শিহরণময়, হিস হিস,
সহনশীলতা ভেঙে তরল লাভার মত স্রোত
ঐ গুহার থেকে আছড়ে পড়েছে ফেনা,
সে সকল অনুভব গুহার ভেতরে ঢুকে গেলে
খুব মনে পড়ে, যত ক্ষুদ্রতম ভাবি,
মনে হয়, তত ক্ষুদ্র নই, 
নিজেকে পুরুর মত ভাবি, সম-আচরণ সহ 
দাবি করি গুহার সমীপে চিরসাম্য !
ফলে, প্রবেশমুহূর্ত এলে, প্রতিবার,
পরিমাপহীন গুহাকে প্রণাম করি, বলি,ক্ষমা
করো আমার ক্ষুদ্রতা, সহ্য করো, গুহা,
সকল দীনতা সহ এই পর্যটন !

No comments:

Post a Comment