Monday, February 9, 2015

একা, বসে থাকি,
ব্যালকনি জুড়ে পাখিদের খেলা
দেখি, চুপচাপ...
একটি চড়ুই আসে ঘরের ভেতরে
চারদিক দেখে, তারপর
কাকে যেন ডাকে,
আসে না পাখিরা, ইতস্তত চড়ুই এবার
তাকায় আমার দিকে, সঙ্গী নই তার,
ডানা ঝাপটায়...
একা একা ঘোরে এই ঘরের ভেতর,
কি যেন ভাবে সে,
উড়ে যায় নিরুদ্দেশ দেশে...
পাখিটির উড়ে যাওয়া দেখি,
শূন্যে, চরাচরহীন এক নিরুদ্দেশে,
আমি তা পারিনি

No comments:

Post a Comment