Monday, February 9, 2015

সন্ধ্যা এলে, মনে পড়ে বিকেলের কথা, 
বিকেল তোমার হলে, সন্ধ্যা থাক
আমার অন্তরে...এই প্রস্তাবের পক্ষে
তোমার কি মত ?
সন্ধিটেবিলের দুই পাশে বসে আছি
আমরা দুজন, একজন যদি অন্ধ হয়ে থাকি,
অপরজন বধির, একে অপরের
হাত ধরে বসেছি রাত্রির এই দেশে !
এই স্পর্শ আঙুল ছাড়িয়ে
সন্ধিপ্রস্তাবের মত পৌঁছে যাচ্ছে দ্রুত
ব্রেণসেলে, তরঙ্গের পর 
তরঙ্গ, ঐ, আছড়ে পড়ছে রক্তে, শিরায় শিরায়
প্রস্তাব মানার আগে আমাদের হাত
মিশে গেল, বিকেল যেভাবে মিশে যায়
সন্ধ্যার নিভৃত বুকে, আর ক্রমাগত
পাতা ঝরে পড়ে ধুলির এ দেহ থেকে..

No comments:

Post a Comment