Monday, February 9, 2015

সুতোর শেষ প্রান্ত কার হাতে আছে, এটা কেউ জানি না, কেবলই সুতোর আভাস, বাজিগর চিরকাল থেকে যায় আড়ালে, ধরাছোঁয়ার বাইরে, ফলে, সুতোটির এ প্রান্তে যারা, তাদের অবস্থা নটনটীর মত, মঞ্চ দাপানোই তাদের কাজ, আর আমরা হাততালি দেবো, শিস দেবো, পচা ডিম ছুঁড়ে দেবো তাদের উদ্দেশে !
তার মানে, সুতোটির স্পর্শের বাইরে আমরাও নই !

No comments:

Post a Comment