Monday, February 9, 2015

লে হালুয়া...ট্রেনে যেতে যেতে
এই কথাটি শুনতে পাই,
কে কাকে বলছে ? বোঝার আগেই ট্রেন
গেল থেমে, না, ঠিক থামেনি,
গতি হয়ে এল শ্লথতর, আর দুরদার করে
নেমে গেল লোক !
এ দৃশ্য নতুন নয়, হাওড়া ও লিলুয়ার মধ্যে
এই স্টেশন, হালুয়া ! সুকুমার রায়
এর আবিষ্কৃত এই সন্ধি,
সন্ধির পদ্ধতি সর্বান্তকরণে গ্রহণ করেছে
অনুপ্রাসপ্রবণ এ ভাষা, 
দৈনন্দিন ট্রেন আর তার যাত্রীগণ !
যেমন গ্রহণ করে সদ্য বিবাহিত
মেয়ে তার অচেনা স্বামীকে !

No comments:

Post a Comment