Monday, February 9, 2015

যাহা বলিব, সত্য বৈ মিথ্যা বলিব না !
সত্য কি, বলিলে, হতচকিত হইব, তবে, আমার বান্ধবী একজন, ফেসবুকে তার বাস, বলিয়াছে, দুঃখ হইল আসল সত্য !
বিষাদনারী সে, বলে, প্রকৃত দুঃখের হাতে কবিতার জন্ম, ইহা তাহার থিসিস, একান্ত নিজস্ব !
বিষাদের থাবা মাঝে মাঝে আমাকে হতশ্রী করে, তত্কালে উদগীরণ করিতে ইচ্ছা হয়, আপন মুখশ্রী হয়ে ওঠে হন্তারকের আহত মুখ, কাহাকেও বলিতে পারি না, ঐ বিষাদকালে, আত্মমৈথুনের সুখ লাভ করি, ইহা সুস্থতার চিহ্ন নয় !
বৈধতা বিষয়ে সকল সমীক্ষা পাঠে, তথ্য যাহা মিলিয়াছে, তাহাতে অবৈধ মোহর, দেখিয়া, উপলব্ধি হইতেছে, যে, বিষাদও মূলত অবৈধ সন্তান !
তাহার মাতাপিতার নাম, আমি জানি নাই !

No comments:

Post a Comment