Monday, February 9, 2015

ছলনার মত সুন্দর তোমার হাসি
আর ঐ চাহনি, মিথ্যে বলবো না, ঝড় 
শুরু হয় ব্রেনসেলে, আহত মেঘের
ডাক শোনো কি তখন তুমি ?
অন্ধ ও বধির ছাড়া কে আর তোমাকে
দেখেছে এভাবে, মগ্ন হয়ে ?
ছুঁয়েছে তোমার স্তন এই নুলো হাত,
করেছে লেহন দেহ এই কাটা জিভ...
এ রূপ আঁধার হয়ে আসে এই প্রেমে,
শিহরণে শিহরণে বলেছো তুমিও !
এই মিথ্যা সত্য মনে করে
একদিন মরে যাবে সকল যুবক !

No comments:

Post a Comment