Monday, February 9, 2015

শিউরে উঠেছো শুধু, আর কিছু নয় ?
তোমার পিতার লাশ পড়ে আছে পথে,
বোনের শরীরে দাঁত বসিয়ে গিয়েছে
কাল রাতে তারা, তবু শিউরে উঠেছো ?
তোমার ধর্মের নাম পাল্টে দিচ্ছে ওরা,
মেতেছে পাগল আজ, হাততালি দাও,
সাম্যের জোয়ারে ভেসে এসেছিল কবে
তিলে তিলে বড় হয়ে শিকড় মেলেছে !
হাততালি দাও, ফূর্তি করো, নাচো, গাও...
যেভাবে নাচতে আগে মদমত্ত লালে,
সবুজ গেরুয়া লালে ভেদাভেদ নেই,
বোঝোনি কখনও আগে ? নীরবে নিয়েছো
মেনে বিষপোকাগুলি, বোঝোনি বিপদ ?
শিউরে উঠেছো আজ মরণের দিনে ?

No comments:

Post a Comment