Monday, February 9, 2015

ভূতেদের সঙ্গে আমার আলাপ নেই,
তবু মাঝেমাঝে ঘাড়ে এসে চেপে বসে
তারা, অনেক দুঃখের কথা সহ
তাদের নিঃসঙ্গতার কথা বলে তারা,
অসহায় দিনযাপনের কথা শুনে
মনে হলো, সঙ্ঘহীন ভূতেদের জন্য
ইউনিয়নের আজ বড় প্রয়োজন
ইউনিয়নের কথা যখন ওঠলো, বলে ফেলি
এদেশে ইউনিয়ন নেই, যা আছে, তা
মূলত মালিকস্বার্থে, তারা
লেজ নাড়ে প্রভুর ইঙ্গিতে, ঘেউ ঘেউ 
করে ইশারায়
কখনও কখনও মনে হয়, ইউনিয়নই ভূত !
কোনো ইউনিয়নের সঙ্গে
ফলে আমার আলাপ নেই কোনোদিন...

No comments:

Post a Comment