Monday, February 9, 2015

নিভে গেছে রাতের আগুন 
এখন প্রশান্তিকাল, ও শরীর, ওঠো,
মেয়ে নাপিতেরা গেছে সকলে নাইতে,
খবরের কাগজে আবার
যৌন হয়রানি আর দলবদলের গল্প,
দ্বারোয়ানের বৌ এসেছে চা নিয়ে, শোনো
তার শরীরের গান, বেড়াতে এসেছো,
জঙ্গলের ঘ্রাণ নাও, বুনো হাঁসদুটি 
তার দেখো তাকিয়ে রয়েছে,
সেরে নাও সকালের খাবার, না, দ্বারোয়ান নেই
সে গেছে বাজারে !
জঙ্গল ও গ্রাম, শহরের মত নয়,
প্রকৃতি আলাদা, বুনো গন্ধ উত্তেজক, 
ও শরীর, ওঠো, মন যখন চাইছে,
দেরি করো না, বাজার চলে এলে আর
এক হাঙ্গামার শুরু, ফরেস্ট বাংলোর
পথ চলে যাবে গভীর স্যাংচুয়ারির দিকে !
এই যাঃ ! ঐ হাঁসদুটি চলে গেল মট মট করে!
মাটি করে দিলে এই বাংলোর সকাল !

No comments:

Post a Comment