Monday, February 9, 2015

ঘর মানে সেই চার দেয়ালের কথা,
মাছের বাজার, তেল, নুন আর সর্ষে
ফোঁড়ন, নানা রকম শাকসব্জী, ডাল
মসুরের স্বপ্ন সহ রাতের শরীর !
মাঝে মাঝে মেট্রো করে রবীন্দ্রসদন,
দীঘা থেকে ঘুরে এসে শান্তিনিকেতন !
কেনাকাটি, বইমেলা আর নাট্যচর্চা
ভ্রমণবিলাস আছে যখন মুসৌরী
আর বাদ কেন দিই ? মূল্যবৃদ্ধি ? নেতা
আছেন, ধমকে দেবে কেন্দ্রকে, মিছিল
হবে প্রয়োজনে, ডাক দেবে হরতাল !
ঘর মানে ঐ একটুখানি ইচ্ছেপত্র,
চার দেয়ালের মধ্যে থেকে স্বপ্ন দেখা...
কিন্তু জীবন ? সে এক গভীর খাদের
নিচে থাকা উল্টো লরি, তার কথা থাক !
ঘর করেছি জলার মধ্যে, সেই সুখে
আজ রান্না করি নিজ মগজের ভর্তা !

No comments:

Post a Comment