Monday, February 9, 2015

ভ্রমণ : তিন
আর না, এবার গ্লাস ভরে দাও, ঐ যে,
লেমন জিন, অনেক বেড়ানো হয়েছে, 
এবার গলা ভেজাবো, সকাল অযথা
গেলো, যে সুযোগ এসেছিলো,
মাটি হয়ে গেল সব, রাতে 
ঐ দ্বারোয়ানকে, ভাবছি, খাইয়ে দেবো
রাম, তিন-চার-পাঁচ পেগ, 
ঘুমিয়ে পড়লে, রামায়ণলীলা হবে 
তার নধর বৌয়ের সঙ্গে,
এট্টু ফস্টিনষ্টি না করলে, বাবুদের মান, বলো,
থাকে আর কই ?
বেড়াতে এসেছি, তীর্থ করতে আসিনি !

No comments:

Post a Comment