Monday, February 9, 2015

দুটি গ্লাস, খালি,
মাঝখানে বালি,
মাঝখানে বালি
থালাটিও খালি !
থালা ভর্তি ভাত
স্বপ্নে বোনে তাঁত,
স্বপ্নে বোনে তাঁত
নুলো জগন্নাথ !
জগন্নাথ নুলো
দেহ ভর্তি ধুলো,
ধুলো দেহে দেহে
জমে ওঠে স্নেহে,
খালি দুটি গ্লাস
আর দীর্ঘশ্বাস !
দীর্ঘশ্বাস আর
নাহি ঘুচিবার !

No comments:

Post a Comment