Friday, September 18, 2015

সকলেই চলে যায়, এই দিন আর রাত্রিও । এই সন্ধেটাও চলে যাবে । 
তারপর, একা, চেয়ে থাকব আকাশের দিকে, ঐ ব্রহ্মহৃদয়ের দিকে । আর একটু দূরে লুব্ধক । 
চেয়ে থাকব তারাদের দিকে । তারাদেরও মৃত্যু হয় । ছাই হয়ে ভাসতে থাকে এই মহাশূন্যে ।
আমি এই মহাশূন্যে বিলীন হব একদিন । ঘর করব লুব্ধকের পাশে ।
আমাকে যখন বকতে চাইবে, রাগে ও ঘৃণায়, আকাশের দিকে তাকিও না । আমি ছায়া হয়ে পানকৌড়ির পিছনে পিছনে ঘুরব বিলের জলে ।
কেউ আর আমাকে দেখবে না !

No comments:

Post a Comment