Friday, September 18, 2015

নদীটির কথা ভুলে গেছি ।
সেও কি ভুলেছে ? এই প্রশ্নে, উঠে আসে
গতজন্ম, বিবাহ ছিল না
সেই জন্মে । প্রণয়সঙ্গীতে নেচে ওঠে
নদীটির প্রাণ, শ্রাবণে সে
উচ্ছ্বল যুবতী, ছলাকলা জানে বড়,
আমাকে ভাসিয়ে নিত উজানের কাছে ।
নদীটির মনে আছে বুঝি ?
প্রণয় নিষিদ্ধ হলে, শ্বেতকেতু, বিবাহকে দিলে
তুমি বৈধ প্রতিষ্ঠান, নদী তা জানে না ।
যেদিন জেনেছে, সেই থেকে চর পড়ে
আছে তার বুকে ।

No comments:

Post a Comment