Friday, September 18, 2015

ঘোড়াদের ছুটি দিয়ে, নৌকোয় বসেছি ।
বিশ্রামের পর হাতিগুলি
এসে যাবে মাঠে, ততক্ষণ, আমাদের
ইঁদুর দৌড়ের খেলা দেখা ছাড়া করণীয় কিছু
নেই, ফলে, হাততালি দিই, শিস দিই ।
শিস দিতে দিতে, লক্ষ্য করি, বোড়েগুলি,
আর কেউ নয়, আমরা, হ্যাঁ, আমরা ছিলাম !

No comments:

Post a Comment