Friday, September 18, 2015

চরাচর ব্যাপী এক হিমঘূর্ণী, কুরুক্ষেত্র শুরু হবার দুদিন আগে, বয়ে যেতে দেখেছিলেন বিদুর । তিনি পুত্র যুধিষ্ঠিরের কল্যাণে, প্রার্থনা করছিলেন আকাশের দিকে তাকিয়ে, কিছুক্ষণ আগে এসেছিলেন পিতা বেদব্যাস, বলেছেন, রচনা ব্যর্থ হবার নয় ।
কি রচনা করেছেন পিতা ? অন্যদিন হলে, জিজ্ঞাসা হয়তো করতেন, এই সময় প্রশ্নের নয়, এই সময় সম্ভাব্য যুদ্ধের ফলাফল চিন্তার । লোভ ও লালসা, ঈর্ষা, পরশ্রীকাতরতা, ক্ষমতা লিপ্সা অন্ধ করে তুলেছে মানুষকে ।
ধৃতরাষ্ট্র অন্ধ, তাছাড়া, রাজা কখনই চোখে দেখেন না, কানে দেখার নিয়তি নিয়েই শাসনকার্য চালাতে হয় । অন্ধের পক্ষে রিপু সংবরণ সম্ভব নয়, এটা তিনি জানেন ।
যুদ্ধ অনিবার্য, আর মনুষ্যকূল মেতে উঠছে আত্মধ্বংসযজ্ঞে, ভেবে, দুচোখ থেকে নেমে এল যমুনা ।

No comments:

Post a Comment