Friday, September 18, 2015

কারও সঙ্গে কথা বলার চাইতে নিজের সঙ্গে কথা বলার সুবিধে এই, যে, তাতে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না । অপরের সঙ্গে কথা বলতে গেলে দেনা-পাওনার হিসেব চলে আসে । কেন না, এই জগত স্বার্থের, ফলে, ব্যবহৃত হওয়ার সুযোগ থাকে বেশি, আবার ব্যবহার করারও । কাউকে ব্যবহার করা খুব খারাপ, অপরদিকে, ব্যবহৃত হওয়ার মত অপমানকর আর কিছু নেই।
কোনো সম্পর্ক যদি ব্যবহার করার উদ্দেশ্যে রচিত হয়, বা অপরপক্ষ যদি ব্যবহৃতই হতে থাকে, সেই সম্পর্কও বেশিদিন টিকে না ।

No comments:

Post a Comment