Friday, September 18, 2015

আমাদের বড় দোষ, আমরা নিজেদের দিকে তাকাই না । গত কয়েক দশক ধরে, যাদুবাস্তবতা নিয়ে মেতে আছি আমরা, অথচ এই যাদুবাস্তবতা ঠাকুরমার ঝুলিতে কি খুব কম? দক্ষিণারঞ্জন মিত্রমজুমদারের এই অসাধারণ রচনা কজনে পড়েছি? অথবা ডমরুচরিত ?
যাদুবাস্তবতার জন্ম, পশ্চিমে নয়, এই দেশেই। পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথাসরিৎসাগর যাদুময় ।
আমরা আমাদের ছেলেমেযেদের এসব পড়তে দিই কি ?

No comments:

Post a Comment