Friday, September 18, 2015

সপ্তম অন্ধ
অন্ধের হস্তীদর্শনের কথা আমরা জানি । হস্তীদর্শন করে এসে, ছয় অন্ধ, প্রত্যেকেই, বর্ণনা করেছিল তাদের অভিজ্ঞতার কথা । কেউ বলেছিল, হস্তী স্তম্ভ সদৃশ । দ্বিতীয়জন বাধা দিয়ে বলল, না, না, হাতি অনেকটা কুলোর মত । এভাবে, প্রত্যেকেই, বলে গেল তাদের কথা । কোনটিই পূর্ণ নয়, অথচ, অংশত, সকলেই সত্য বলেছিল । এই ছয় অন্ধের কাহিনী সকলেই জানে, যেটা কারও জানা নেই, তা হল, আর একজন অন্ধ ছিল তাদের সঙ্গে । সে, ফিরে এসে, বলেছিল, হস্তী সম্পর্কে তোমরা যা বলছ, বলে, বোঝাতে চাইছ, তা মূলত এক শূন্য । দু-হাত দিয়ে স্পর্শ করতে চেয়েছিলাম আমি, হাতের মুঠোয় হাওয়া ব্যতীত আর কিছুর স্পর্শ পাইনি ।
এই সপ্তমজনের কথা বড় বেশি প্রাসঙ্গিক আজ । কেন না, এই সপ্তমই, দ্বাপরে ধৃতরাষ্ট্র, কলিতে জনগণেশের দোহক এবং রাজনীতির সফল বেপারী । সকল সর্বনাশের আদিপিতা । পার্থক্য এটুকুই, কারও ক্ষতি সাধনের ক্ষমতা ছিল না সপ্তম অন্ধটির, যা অন্যদের মধ্যে প্রবল ।

No comments:

Post a Comment