Friday, September 18, 2015

সুখ কাকে বলে, জানি না । সংজ্ঞাহীন আমি । সুখের সন্ধানও করিনি । মানুষ যখন সুখ সুখ করে মরে, আমি তখন ভালোবাসার দরজায় । সে কি আর আমাকে গ্রহণ করে ?
তার অনেক বায়না, বায়নাদার নই, বলে, সে বায়নাও মেটাতে পারি না । আমি চাই, বায়না ছাড়া, শর্ত ছাড়া, দাবি ছাড়া সে আসুক আমার কাছে ।
যদি না আসে, কুছ পরোয়া নেই ! আমার বিষাদ আছে, আমার চিরসঙ্গী ।

No comments:

Post a Comment