Friday, September 18, 2015

ফেসবুকে, কাল থেকে শিক্ষক দিবস নিয়ে মাতামাতির শেষ নেই । মাতিয়ে তোলার বিষয় এটা নয়, শ্রদ্ধাজ্ঞাপনের বিষয় । ফলে, প্রায় প্রত্যেকের স্ট্যাটাস পড়ে যাচ্ছি কাল থেকে ।
শিক্ষক তিনিই, যিনি নতুন পথ দেখাতে পারেন, হাত ধরে সেই পথে হাঁটতে শেখান । বাকিরা 'মাস্টর' ।
মাস্টর নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তারা তাদের মত থাকুন । 
আমার আজীবনের শিক্ষক তিনজন ।
আমার নিরক্ষরা মা, আমার অংকের স্যর সুহাস মিশ্র এবং কবিতার প্রেমে পড়তে যিনি শিখিয়েছিলেন, সেই কৃষ্ণধন নাথ । 
এই তিনজনকে, আজ শুধু নয়, আমি রোজ প্রণাম জানাই ।

No comments:

Post a Comment