Saturday, October 5, 2013

INVADOR, এই ইংরাজি শব্দটির মহিমা, আর কেউ বুঝুক আর নাই বুঝুক, ভারতবর্ষ বোঝে । আর্যরা এসেছিল ভিখিরির মত এদেশে । হিংস্র, নারীলোভী, কৃষিজীবী এক গোষ্ঠী এদেশে এসে, নিজেদের দাবি করে সুর বা সভ্য জাতি বলে । আর এদেশের দ্রাবিড় সভ্যতাকে ধ্বংস করে তাদের আধিপত্য বিস্তারের নামে । অথচ এই দ্রাবিড় সভ্যতা (হরপ্পা সভ্যতা) বহুগুণ বেশি উন্নত ছিল তাদের তুলনায় । তাদের অসুরবিজয়ের গাঁথা আজ রামায়ণ হিসেবে পূজিত । এই রামায়ণেও দুর্গার উপস্থিতি দেখতে পাই রাবণবধের প্রাক্কালে । কে এই দুর্গা ? আর্যরা চতুর গোষ্ঠী । তারা হরপ্পান সভ্যতার শেষচিহ্ন ভারতবর্ষের কয়েকজন সর্দারনীকে দেবী হিসেবে বরণ করে অসুরবিজয় সমাধা করেছিল । এই সর্দারনীদের একজন এই দুর্গা, হিমালয় এর পাদদেশ ও তত্‍সংলগ্ন এলাকা যার নিয়ন্ত্রাধীন ছিল । রাবণবধেও তার সাহায্য নিতে হয়েছিল সুর রামকে যার শরীরে ততদিনে দ্রাবিড়রক্ত ঢুকে গেছে । কেন না, আর্যরা এসে এদেশে প্রথম যা করেছিল, তা ঐ নারীলুণ্ঠন । সেই লুণ্ঠিত নারীরক্ত ছিল রামের রক্তে । যে কারণে তার দেহ উজ্জ্বল শ্যাম ।

No comments:

Post a Comment